বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৩.০১ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বমোট ৩৩ কোটি ৪৮ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩৭ লাখ ২ হাজার টাকা।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এস.এস স্টিল, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, ইস্টার্ন লুব্রিকেন্টস ও এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড।
গেইনারের দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২১ দশমিক ৯২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯ কোটি ৯০ লাখ ৬২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৭ লাখ ৬৫ হাজার টাকা।
তৃতীয় স্থানে ডমিনেজ স্টিল বিল্ডিং শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৮ দশমিক ৬৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭২ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ২১ লাখ ৪২ হাজার টাকা।