*শাহেদ সরওয়ার প্যানেল পরিচিতি সভা
বিজনেসটুডে ২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন নির্বাচনের প্রাক্কালে ভোটারদের উদ্দেশ্যে শাহেদ সরওয়ার বলেন, সব শিপিং এজেন্টের স্বার্থ চিন্তা করে বে পাইলট এর বিষয়ে সর্ব প্রথম আমিই বিরোধিতা করেছিলাম। এমনকি ২০০৭ সালে সামরিক শাসনের সময়েও ঝুঁকি নিয়ে শিপিং এজেন্টের পক্ষে কাজ করেছি। ভবিষ্যতেও আমি পাশে থাকবো। শিপিং এজেন্ট এসোসিয়েশনকে কোন ব্যাক্তি বা গোষ্টির পক্ষে নয়, শিপিং সংশ্লিষ্ট সকলের সামগ্রিক স্বার্থে কাজে লাগানো হবে। প্রত্যেক শিপিং এজেন্ট ও তাদের সামগ্রিক স্বার্থ রক্ষা করাই হবে এসোসিয়েশনের কাজ।
বুধবার(৩১ মার্চ) রাতে নগরীর আগ্রাবাদ হোটেলে শিপিং এজেন্ট এসোসিয়েশন নির্বাচন উপলক্ষে শাহেদ সারওয়ার প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্যানেল লিডার শাহেদ সারওয়ার ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের প্যানেলের প্রত্যেকের শিপিং সংশ্লিষ্ট যে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তা এসোসিয়েশনের উন্নয়নে কাজে লাগাবো। ট্রেড বডি ও সরকারি দপ্তর যেমন বন্দর কাস্টমসের সাথে আমার যে সুসম্পর্ক রয়েছে এবং আমাদের প্যানেলে সকলের যে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তা এসোসিয়েশনের স্বার্থে কাজে লাগাতে চাই।
প্যানেল লিডার সাহেদ সরওয়ার অর্ডিনারি ও এসোসিয়েট গ্রুপে মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদেরকে জয়যুক্ত করার আহ্বান জানান।
অর্ডিনারি ক্যাটেগরিতে যাঁরা রয়েছেন তারা হলেন, মোহাম্মদ শাহেদ সরওয়ার (ক্রাউন নেভিগেশন), আজিম রহিম চৌধুরী জিয়া (কেএমসি শিপিং লাইন), আনিস উদ দৌলা (কর্ণফুলী লিমিটেড), এ এস এম সালাহউদ্দিন (কসকো শিপিং), কামরু উজ জামান লিটন (সুলতান শিপিং), মোহাম্মদ আবদুল্লাহ জহির (পিআইএল বাংলাদেশ), মোহাম্মদ সালাহউদ্দিন (মমতাজ শিপিং), এনামুল হক (মাল্টিপোর্ট লিমিটেড), দেবপ্রসাদ ভট্টাচার্য (বাংলাদেশ শিপিং লাইন্স), মো. আজমির হোসেন চৌধুরী (এমএসসি মেডিটেরিয়ান শিপিং), গোলাম ফারুক ( কে লাইন বাংলাদেশ ), এম আলী আশরাফ আহমদ খান (বারিধি শিপিং), কপিল উদ্দিন আহমেদ (জেএস শিপিং), সরতাজ মো. ইমরান (সিমনি শিপিং), মো. দিদারুল আলম চৌধুরী (গ্লোব শিপিং) এবং মোহাম্মদ শাহীন (এভারবেস্ট শিপিং)।
এছাড়া এসোসিয়েট ক্যাটেগরি রয়েছেন, ক্যাপ্টেন সালাহ উদ্দিন চৌধুরী (নাফ মেরিন সার্ভিস), মোস্তাফিজুর রহমান (মদিনা লজিস্টিক্স এন্ড শিপিং), মো. জহিরউদ্দিন জুয়েল (সি গ্লোরি শিপিং), ক্যাপ্টেন মুনতাসের মোহাম্মদ ইকবাল (ডেল্টা লয়েড লি.), মোহাম্মদ মোরশেদ হারুন (এনসিয়েন্ট স্টিমশিপ কোম্পানি), কাজি মনসুর উদ্দিন (কেএসএম শিপিং এজেন্সিজ), ক্যাপ্টেন মোহাম্মদ আবুল খায়ের (রিলায়েন্স শিপিং) এবং মোহাম্মদ সাইফুল কাদের (কলাম্বিয়া এন্টারপ্রাইজ লি.)।শাহেদ সারওয়ার প্যানেল নির্বাচনী ইশতিহারে বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন ও বাংলাদেশ কনটেইনার শিপিং এসোসিয়েশনকে একীভূত করা, এসোসিয়েশনের নিজস্ব অফিসের ব্যবস্থা করাসহ শিপিং সেক্টরের গুরুত্বপূর্ণ ১৮ দফা কর্মসূচি ঘোষণা করেন।
শক্তিশালী এসোসিয়েশন গড়ার প্রত্যয়ে আগামী ৪ এপ্রিল রবিবার অনুষ্ঠেয়় বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশ নির্বাচনে ভোটারদের বিপুল সাড়া পাওয়ার প্রত্যাশা করে শাহেদ সারওয়ার প্যানেল।
প্যানেল পরিচিতির আড়ম্বর অনুষ্ঠানে বিভিন্ন শিপিং এজেন্টের সিনিয়র ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।