Home আইন-আদালত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করলেন প্রধান বিচারপতি

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করলেন প্রধান বিচারপতি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: দেশের সম্মান নষ্ট করলে আমরা সেগুলো বিবেচনা করব না। সতর্ক করে দিলাম। আর এ রকম হলে জামিন হবে না, বলে সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যম সতর্কভাবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রবিবার (৭ মার্চ) সকালে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় এক আসামির জামিন শুনানিতে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু করা কোনোভাবেই উচিত নয়; যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

আপিল বিভাগ বলেন, দেশের সম্মান সবার আগে। দেশের সম্মান নষ্ট করলে আমরা সেগুলো বিবেচনা করব না। সতর্ক করে দিলাম। আর এ রকম হলে জামিন হবে না।

আপিল বিভাগ প্রশ্ন রেখে বলেন, যুক্তরাষ্ট্রও স্যাটায়ার করে। কিন্তু এত খোলামেলাভাবে করে? শিক্ষিত মানুষ কিভাবে এগুলো লেখে বলেও প্রশ্ন রাখেন।