বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: রাজধানী আদাবরের আলোচিত পরকীয়ার বলি খন্দকার সামিউল আজিম ওয়াফি (৫) হত্যা মামলার রায়ে মা আয়েশা হুমায়রা এশা ও তার পরকীয়া প্রেমিক শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে দুজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (২০ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ-৪ শেখ নাজমুল আলম এ রায় দেন।
এর আগে গত ৮ ডিসেম্বর মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু সেদিন রায় প্রস্তুত না হওয়ায় বিচারক আজ নতুন দিন ধার্য করেছিলেন।
আদলতে রায় ঘোষণার সময় দুজনই পলাতক ছিলেন। জামিনে থাকা এশা গত ২৩ নভেম্বরের পর আর আদালতে হাজির হননি। ওইদিনই জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। আর শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কু আগে থেকেই পলাতক।
মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক ২০১২ সালের ২৫ অক্টোবর এশা ও বাক্কুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আসামিদের বিরুদ্ধে ২০১২ সালের ১ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন। এ পর্যন্ত ২২ জনের সাক্ষী নিয়েছিল আদালত।