Home অন্যান্য সামুদ্রিক মৎস্য আইন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সামুদ্রিক মৎস্য আইন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সামুদ্রিক মৎস্য আইন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সামুদ্রিক মৎস্য আইন ২০২০ প্রত্যাহারের দাবিতে রবিবার ( ৬ নভেম্বর ) প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে।

সামুদ্রিক মৎস্য আইন প্রতিরোধ কমিটি এই মানববন্ধন করেছে। ফিশিং ভেসেল মালিক সমিতি, অফিসার সংগঠন এবং নাবিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

এরআগে, প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সামুদ্রিক মৎস্য আইন ২০২০ পাশ হওয়ার কারণে মেরিন ফিশিং ভেসেল মালিক, স্কিপার, মেরিন অফিসার ও নাবিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বঙ্গোপসাগরে ফিশিং ঝঁকিপূর্ণ বিবেচনায় ভেসেলসমূহ ফিরে আসছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয় যেআইএমও কনভেসশন, আইএলও কনভেনশন, ফাও কনভেনশনসমূহকে  অবজ্ঞা করা হয়েছে। অথচ এসব কনভেনশনের প্রভিশন মেনে চলা ফিশিং ভেসেলের জন্য বাধ্যতামূলক।

সামুদ্রিক মৎস্য আেইন ২০২০ পূর্ণাঙ্গ প্রত্যাহার এবং স্টেকহোল্ডারসহ বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করে নতুন আইন প্রণয়নের জন্য দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।