রাজনৈতিক নয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই অব্যাহতি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাজশাহী: সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ৮২৩ জন ক্যাডেট এসআইয়ের মধ্যে ২৫০ জন প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে অব্যাহতি দেয়া হয়।
একাডেমির অধ্যক্ষের পক্ষে সোমবার পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়। স্থানীয় থানাগুলোতে ডেকে তাদের হাতে এই চিঠি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদূর রহমান ভুইয়া জানান, বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত উপ-পরিদর্শক (এসআই) ব্যাচের ২৫০ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিলো। এটি শেষ হবার কথা ছিল ৪ নভেম্বর।
রাজনৈতিক নয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই অব্যাহতি: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্য কোনো উদ্দেশ্য নয়, শৃঙ্খলা ভঙ্গ করেছে বলেই ২৫২ জন প্রশিক্ষণরত এসআইকে বের করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তারা কীভাবে শৃঙ্খলাভঙ্গ করেছে এমন প্রশ্নে তিনি বলেন, কে কীভাবে শৃঙ্খলাভঙ্গ করেছে সেটি একাডেমি সঠিক বলতে পারবে। কারণ শৃঙ্খলা ভঙ্গের সংজ্ঞা তো অনেক বড়। এটার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।
প্রশ্ন করা হয়, বাদ দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক কোনো প্রসঙ্গ আছে কিনা? এর জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে রাজনৈতিক কোনো কারণ নেই। একাডেমি ডিসিপ্লিনের জন্য তাদের বাদ দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে ডিসিপ্লিন (শৃঙ্খলা) নিয়ে কোনো কম্প্রমাইজ (ছাড়) নেই।
উল্লেখ্য, পুলিশে এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার ওপরও। এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণে অংশ নেন।
সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে আউটসাইড ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই পাসিং আউটের পর মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজে পাঠানো হয়। সেখানে একবছর পূর্ণ হলে তাদের চাকরি স্থায়ী করা হয়।