বিজনেসটুডে২৪ ডেস্ক
সার্বিয়া-রোমানিয়া সীমান্তের কিকিন্দা অভিবাসী ক্যাম্প পরিচিত বাংলাদেশি ক্যাম্প হিসেবে৷ ক্যাম্পটির বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশের বিভিন্ন জেলার।
সার্বিয়ার শরণার্থী ও অভিবাসী বিষয়ক কমিসারিয়াত এই ক্যাম্প পরিচালনা করে৷ তবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম এবং জার্মান কো অপারেশন সহ বিভিন্ন ইউরোপীয় সংস্থা এর অর্থায়ন ও অন্য সহায়তার ব্যবস্থা করে থাকে৷
একসময় অন্তত এক হাজার অভিবাসী এই ক্যাম্পে থাকতেন৷ সবশেষ তথ্য অনুযায়ী, ক্যাম্পের ছয়শ’ অভিবাসীর মধ্যে ২৮৫ জন বাংলাদেশি৷ এছাড়া ভারত, পাকিস্তান, আফগানিস্তানসহ নানা দেশের অভিবাসীরাও রয়েছেন ক্যাম্পটিতে৷
কমিসারিয়াতের কিকিন্দা ক্যাম্প সমন্বয়ক আলেক্সা এলেজ ডয়চে ভেলেকে জানান, যারা সাময়িকভাবে সার্বিয়া থাকতে চান তাদেরই কিকিন্দার মতো অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রে থাকতে বলা হয়৷ তবে যারা সার্বিয়ায় আশ্রয়ের আবেদন করেন, তাদের শরণার্থী কেন্দ্রে পাঠানো হয়৷ বেশ কয়েকজন বাংলাদেশি অভিবাসী সার্বিয়ায় আশ্রয়ের আবেদন করলেও পরে তারা সেখান থেকে চলে গেছে বলে জানান তিনি৷