Home অন্যান্য সালালা বন্দরে ৪ ফুটবল মাঠ সমান জাহাজ

সালালা বন্দরে ৪ ফুটবল মাঠ সমান জাহাজ

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বক্সশিপ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
মাস্কাট (ওমান) : চার ফুটবল মাঠের সমান একটি জাহাজ ভিড়েছে সালালাহ বন্দরে।  কন্টেইনারবাহী জাহাজটি ভিড়ে শুক্রবার।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বক্স জাহাজ এটা। নাম এমএসসি ইসাবেলা।
সালালা বন্দরের ইতিহাসে এই প্রথম এত বড় একটি কন্টেইনার জাহাজ ভিড়লো। এমএসসির বহরে এটা সবচেয়ে বড় জাহাজ। পরিবেশবান্ধব এই জাহাজটি টুএম ( মার্সক এন্ড এমএসসি ) জোটের আওতায় এশিয়া-ইউরোপ সমুদ্রপথে পরিচালিত হচ্ছে। শনিবারে জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে নোঙর তুলেছে।
৪০০ মিটার লম্বা  পানামা পতাকাবাহী ইসাবেলার পরিবহন ক্ষমতা ২৩,৬৫৬ টিইউস। এসব কন্টেইনার একটারপর একটা পাশাপাশি সাজিয়ে রাখলে দূরত্ব হবে ১৪৪ কিলোমিটার। গত আগস্টে জাহাজটি এমএসসি’কে ডেলিভারি দেয়া হয়েছে।
এইচএমএম আলজেসাইরাস