বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কলকাতা: পশ্চিমবঙ্গের ২৪ পরগনার চেকরমারি এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১৩০টি সোনার বিস্কুট উদ্ধার করল আবগারি দপ্তর ও খড়িবাড়ি পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ৯ নভেম্বর সকাল সাড়ে ৮টা নাগাদ চেকরমারিতে নাকা চেকিং চালানো হয়। সেসময় সোনার বিস্কুট উদ্ধার হয়। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত চলছে।
পুলিশ সূত্রের খবর, প্রতিটি সোনার বিস্কুটের ওজন প্রায় ১৬৫ গ্রাম। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ১০ কোটি টাকা। খড়িবাড়ি থানার পুলিশের তরফে সোনার বিস্কুটগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গাড়ির ড্রাইভার সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাচারের কাজে ব্যবহৃত ছোট গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। খড়িবাড়ি থানায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মায়ানমার থেকে ডিমাপুর হয়ে শিলিগুড়ি দিয়ে কলকাতায় দীর্ঘদিন ধরেই সোনা পাচারকারীরা সক্রিয়। কলকাতা থেকে সেই সোনা চেন্নাই, দিল্লি, মুম্বই চলে যায়। কলকাতার বন্দর এলাকা খিদিরপুরের কয়েকজন সোনা ব্যবসায়ী এই পাচারের ব্যবসা করে থাকেন বলে বিভিন্ন তদন্তে প্রকাশ পেয়েছে।