Home First Lead সাড়ে ৫ লাখ টন চাল আমদানি হচ্ছে সরকারি খাতে

সাড়ে ৫ লাখ টন চাল আমদানি হচ্ছে সরকারি খাতে

বিজনেসটু২ে৪ প্রতিনিধি

ঢাকা: দেশে মজুত বাড়াতে দ্রুত সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে বিডিং প্রক্রিয়ায় সময় কমানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

প্রস্তাবে বলা হয়েছে, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫ দশমিক ৫০ লাখ মেট্রিক টন চাল আমদানির লক্ষ্যে দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ হতে ৪২ দিনের পরিবর্তে ১০ দিন করার প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে অর্থমন্ত্রী ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে ধান উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে খাদ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে, বেশি যাতে আমদানি না হয় তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।’ তিনি আরও বলেন, ‘উৎপাদন কম হলেও দেশে খাদ্যের কোনো অভাব নেই।’

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি দেশে খাদ্যের মজুত ছিল ৬ দশমিক ৪৪ লাখ টন, এর মধ্যে চাল ছিল ৫ দশমিক ৩৪, বাকিটা গম।

খাদ্য মন্ত্রণালয় মনে করে, নিরাপদ মজুত থাকা উচিত ১০ লাখ টন।