বিজনেসটুডে২৪ প্রতিনিধি
মানিকগঞ্জ: র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন র্যাবের ২ সদস্য।বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি এলাকার আলম মার্ডার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তি হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার জয়হার গ্রামের লোকমানের ছেলে কায়সার হামিদ (৪৫)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে।
জানা গেছে, র্যাব-৩ সিপিসি-৩ মানিকগঞ্জ এর একটি দল সিংগাইর উপজেলার চারিগ্রাম মালিপাড়া এলাকায় মাদক উদ্ধার অভিযানে যাচ্ছিলেন। পথে আলম মার্ডার ব্রিজে রাত পৌনে ২টার দিকে পৌঁছালে ওৎপেতে থাকা ডাকাত দলের সদস্যরা র্যাবের মাইক্রোবাস লক্ষ্য করে গুলি চালায়। র্যাব সদস্যরাও আত্মরক্ষার জন্য তাৎক্ষণিক পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের পাল্টাপাল্টি গুলি বর্ষণে ডাকাত দলের এক সদস্য নিহত হন। অপরদিকে, র্যাবের ২ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এ সময় ঘটনাস্থলে তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি পিস্তল, ২টি বড় হাঁসুয়া (রামদা) ১টি চাপাতি, ২টি চাকু, ২টি প্লাস্টিকের টর্চ-লাইট, ২জোড়া সেন্ডেল (জুতা) উদ্ধার করে র্যাব।
পরে খবর পেয়ে সিংগাইর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সিংগাইর থানার উপপরিদর্শক মো. বখতিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।