Home চট্টগ্রাম সাংবাদিক রেজা মুজাম্মেলের স্ত্রী বিয়োগ, সিইউজে’র শোক

সাংবাদিক রেজা মুজাম্মেলের স্ত্রী বিয়োগ, সিইউজে’র শোক

চট্টগ্রাম: সংগঠনের সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার রেজা মুজাম্মেলের স্ত্রী ফজিলাতুন্নেসা তানিয়ার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

মঙ্গলবার (১৮ অক্টোবর) এক শোক বার্তায় সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সাংবাদিক রেজা মুজাম্মেলের স্ত্রী ফজিলাতুন্নেসা তানিয়া সোমবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩২ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।