বিজনেসটুডে২৪ ডেস্ক
ব্যাপকভাবে তুষারপাতে বিধ্বস্ত সিকিমের স্থানে স্থানে কয়েক হাজার পর্যক আটকে পড়েছে। বরফে ঢেকে গিয়েছে একাধিক রাস্তা।
আটকে পড়া পর্যটকদের উদ্ধারে জোরালো অভিযান চলছে। তাদেরকে উদ্ধার করে গ্যাংটকে নামিয়ে আনা হচ্ছে। বুধবার রাতে ১২১৭ জন পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনারা।
লাচুংয়েও তুষারপাতের জেরে সেখানে ২৫-৩০ জন পর্যটক আটকে পড়েন। তাঁদেরও উদ্ধার করা হয়েছে।
আটকে পড়া পর্যটকদের মধ্যে রয়েছে পুরুষ, মহিলা এবং শিশু। ঘটনার খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস অক্লান্তভাবে উদ্ধার অভিযান চালায়। গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে সমস্ত আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয়।
প্রতিবছরই তুষারপাতের কারণে সিকিমে আটকে পড়েন বহু পর্যটক। সেক্ষেত্রে তাদের উদ্ধারের জন্য এগিয়ে আসে সেনাবাহিনী।