Home First Lead সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম আমদানি হচ্ছে

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম আমদানি হচ্ছে

বিজনেসটুডে২৪ ডেস্ক

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন ১২.৫ শতাংশ প্রোটিন মাত্রার গম আমদানির করবে সরকার। প্রতি টন ৪২১.৩৮ মার্কিন ডলার হিসেবে ৫০ হাজার টন গমের জন্য খরচ হবে ২ কোটি ১০ লাখ  ৬৯ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৭৯ কোটি ৫০ লাখ ৭৮ হাজার ৮০০ টাকা। খাদ্য অধিদপ্তরের এই প্রস্তাবটিতে প্রত্যাশামূলক অনুমোদন দিয়েছে কমিটি। 

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির এক ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন। ১ হাজার ১৪৬ কোটি ৮২ লাখ ৬২ হাজার ৭৩৯ টাকা ব্যয়ে ১১ ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অর্থমন্ত্রী বলেন, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩০তম সভা অনুষ্ঠিত হয়েছে।  ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১২টি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় ৪ তলা প্রশাসনিক ভবন নির্মাণকাজের ক্রয় প্রস্তাব ফেরত দেওয়া হয়েছে। অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিস্তারিত জানাবেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।

সভায় জানানো হয়, খাদ্য অধিদপ্তর কর্র্তৃক ২০২১-২০২২ অর্থবছরে ১২.৫ শতাংশ প্রোটিন মাত্রার ৫০ হাজার টন গম আমদানির জন্য আন্তর্জাতিক কোটেশন আহ্বান করা হলে ১টি দরপত্র জমা পড়ে, যা রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশ করা রেসপনসিভ একমাত্র দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরভিত্তিক মেসার্স অ্যাগ্রোকরপ ইন্টারন্যাশনালের কাছ থেকে এই গম সংগ্রহ করা হবে। 

অতিরিক্ত সচিব বলেন, খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় রামগড় স্থল বন্দর উন্নয়নের পূর্ত কাজের জন্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মোনিকো লিমিটেড, ঢাকা-এর কাছ থেকে ১২৩ কোটি ৯১ লাখ টাকায় ডেভেলপমেন্ট অব রামগড় ল্যান্ড পোর্ট প্যাকেজের পূর্ত কাজ ক্রয়ের অনুমোদনের জন্য প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের বাস্তবায়ন তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে সংক্ষিপ্ত তালিকাভুক্ত ৪টি প্রতিষ্ঠানের কাছে রিকোয়েস্ট ফর প্রপোজাল ইস্যু করা হলে ৪টি প্রতিষ্ঠানই প্রস্তাব দাখিল করে। এর মধ্যে যৌথভাবে ডব্লিউওওজেওও এবং কোরিয়ার সানজিনকে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এজন্য ব্যয় হবে ৪১ কোটি ৩০ লাখ টাকা।

সামসুল আরেফিন বলেন, ‘কোস্টাল এমব্যাংকমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, ফেজ-১’ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে রয়্যাল হাসকোনিং ডিএইচভি, নেদারল্যান্ড বি.ভি,  ডিএইচআই, ডেনমার্ক, ডেভকন বাংলাদেশ, ডিপিএম বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংকে নিয়োগ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৪০ কোটি ৯২ লাখ টাকা।

তিনি বলেন, বিনামূল্যে বই বিতরণের জন্য ২০২২ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির) বাংলা ও ইংরেজি ভার্সনের ৯৮টি লটের মধ্যে ৪৬টি লটে ৩ কোটি ৩৩ লাখ ২১ হাজার ১৯০ কপি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ৭৩ কোটি ৮২ লাখ টাকায় ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।  প্রতিটি পাঠ্যপুস্তক গড় দাম ২২.১৫ টাকা।

তিনি বলেন, শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) প্রকল্পের দরদাতা প্রতিষ্ঠান ম্যান্স ইলেকট্রিক লিমিটেড, ঢাকা ট্রান্সফরমার সংগ্রহের প্রস্তাব পাস হয়। এজন্য ব্যয় হবে ৮৪ কোটি ৪২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) প্রকল্পের আওতায় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের কাছ থেকে পোল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৭১ কোটি ২৩ লাখ টাকা। অতিরিক্ত সচিব জানান, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ২য় লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির  একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

এছাড়াও সভায়, ২০২১-২২ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (সাবিক) সৌদি আরব থেকে ৪র্থ লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি।