বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বিজিএমইএ সোমবার ( নভেম্বর ) সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মিদের জন্য চার হাজারের অধিক শীতবস্ত্র দিয়েছে।
এ উপলক্ষে বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
বিজিএমইএ’র সম্মানিত প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব এ. এম. চৌধুরী সেলিম, পরিচালক অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ মুসা, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন ও এনামুল আজিজ চৌধুরী, প্রাক্তন প্রথম সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালক সাইফ উল্লাহ মনসুর সহ গার্মেন্টস্ শিল্পের মালিকবৃন্দ।
সিটি প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন- বিজিএমইএ’কে সরকারের উন্নয়ন অংশীদার অবহিত করে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আহরণসহ বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখায় পোশাক শিল্প তথা বিজিএমইএ’কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন- পোশাক শিল্পের কারণে বাংলাদেশের ভাবমুর্তি বর্হিঃবিশ্বে দিন দিন উজ্জ্বল হচ্ছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে শীত বস্ত্র উপহার বিজিএমইএ’র একটি মহৎ উদ্যোগ, যা প্রশংসনীয়।
বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম- বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে চট্টগ্রামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে চট্টগ্রাম শহরের অবকাঠামোগত উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করায় প্রশাসককে ধন্যবাদ জানান।
তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদেরকে আসন্ন শীতে নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শীত বস্ত্র উপহার হিসেবে প্রদান করতে পারায় বিজিএমইএ গর্বিত।
তিনি চট্টগ্রামে বিদেশী বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যে সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রমে বিজিএমইএ সহ ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে আশ্বস্থ করেন।
সভায় সমাপনী বক্তব্যে বিজিএমইএ’র সহ-সভাপতি এ.এম চৌধুরী সেলিম বলেন- বিজিএমইএ দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার পাশাপাশি দেশের সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
প্রশাসক খুলশীস্থ বিজিএমইএ ভবনের প্রবেশ পথে রাস্তার উভয় পার্শ্বে বিজিএমইএ’র প্রস্তাবিত সৌন্দর্য্যবর্ধনের স্থান পরিদর্শন করেন।