Home First Lead সুজন দায়িত্বভার নিচ্ছেন বৃহস্পতিবার

সুজন দায়িত্বভার নিচ্ছেন বৃহস্পতিবার

  • প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
  • বর্তমান পরিষদের মেয়াদ শেষ ৫ আগস্ট
  • সমস্ত মেধা  দিয়ে নগরবাসীর সেবা করব: সুজন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন দায়িত্বভার গ্রহণ করবেন ৬ আগস্ট। কর্পোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে আগামীকাল ৫ আগস্ট।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েরর স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-২ শাখা থেকে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি হয়েছে প্রশাসক নিয়োগের ব্যাপারে। খোরশেদ আলম সুজনের প্রশাসক হিসেবে মেয়াদ সর্বোচ্চ ১৮০ দিন বলে এতে উল্লেখ করা হয়েছে।

খোরশেদ আলম সুজন

প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতির জনকের কন্যা, প্রধানমন্ত্রী যে আস্থা এবং বিশ্বাস নিয়ে এ দায়িত্ব অর্পন করেছেন তা জীবন দিয়ে হলেও রক্ষায় সচেষ্ট থাকবো।

নিজের জীবনের সমস্ত মেধা ও মনন দিয়ে নগরবাসীর সেবা করার প্রত্যয় ব্যক্ত করে বলেন ‘আমার যোগ্যতা, অভিজ্ঞতা সবকিছু দিয়ে কাজ করার চেষ্টা করবো। নগরবাসীর যে কোন দুর্ভোগ কিংবা সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করব।’

দায়িত্ব পালনকালে চট্টগ্রামের আপামর জনসাধারণসহ গণমাধ্যমকর্মিদের সহযোগিতা কামনা করেন।

দলের নেতাকর্মীদের আবেগকে ধারন করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আগস্ট মাস শোকের মাস, এ মাসে আমাকে অভিনন্দন জানাতে ফুল নিয়ে বাড়াবাড়ি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত কিছু লিখে শোকের পরিবেশটাকে প্রশ্নবিদ্ধ করবেন না।