Home Second Lead সিটি প্রশাসককে সর্বাত্মক সহযোগিতা দেবে মহানগর আওয়ামী লীগ

সিটি প্রশাসককে সর্বাত্মক সহযোগিতা দেবে মহানগর আওয়ামী লীগ

বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সিটি প্রশাসক খোরশেদ আলম সুজনকে সর্বাত্মক সহযোগিতা দেবে মহানগর আওয়ামী লীগ।

মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি আজ শুক্রবার সিটি প্রশাসকের সাথে মত বিনিময়কালে এই আশ্বাসের কথা জানানো হয়।

দামপাড়ায়  জহুর আহমেদ চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এডভোকেট সুনীল কুমার সরকার,  সিটি প্রশাসক  মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক  সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম.রেজাউল করিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এম এ রশীদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব আবদুচ ছালাম উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, শেখ মাহমুদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ চৌধুরী শমসের, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দেবাশীস গুহ বুলবুল, শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ, সাংস্কৃতিক সম্পাদক হাজী মোহাম্মদ আবু তাহের, উপ সম্পাদক জহর লাল হাজারী, কার্যনির্বাহী সদস্য হাজী মোহাম্মদ ইয়াকুব, আলহাজ্ব নুরুল আমিন শান্তি, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, গাজী শফিউল আজিম, কামরুল হাসান বুলু, বখতেয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, ইঞ্জি: বিজয় কৃষাণ চৌধুরী, জাফর আলম চৌধুরী, রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াস, হাজী বেলাল আহমেদ, মোরশেদ আকতার চৌধুরী প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  প্রশাসক হিসেবে খোরশেদ আলম সুজন কে দায়িত্ব প্রদান করায় দলীয় সভানেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সভায় কর্পোরেশনের অসম্পূর্ণ উন্নয়ন কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে শেষ করে নাগরিক সুযোগ সুবিধা সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করা হয়।

বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনকে তাঁর মেয়াদকালীন সময়ে সফল ও ইতিবাচক কর্মকাণ্ড পরিচালনা এবং করোনাকালে নগরবাসীর পাশে থেকে অনন্য ভূমিকা পালনে গভীর সন্তোষ প্রকাশ করা হয়।

মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলের আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন সিটি প্রশাসক আলহাজ্ব  খোরশেদ আলম সুজন।