Home অন্যান্য সিনহার মৃত্যু: মঙ্গলবার থেকে শুরু তদন্ত

সিনহার মৃত্যু: মঙ্গলবার থেকে শুরু তদন্ত

সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর ঘটনায় আগামীকাল মঙ্গলবার থেকে কাজ শুরু করবে তদন্ত কমিটি। এই কমিটির নেতৃত্ব দেবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান।

সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে এই তথ্য জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। আরো জানান, কমিটিতে রামু সেনানিবাসের একজন প্রতিনিধি, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির একজন প্রতিনিধি থাকবেন।

কমিটি খুব অল্প সময়ের মধ্যেই এই ঘটনায় কার কতোটা দায় সেটা বের করে প্রতিবেদন দেবে। এক্ষেত্রে দোষীদের কিছুতেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

এদিকে আইনশৃঙ্খলাবাহিনীর একটি তদন্তে বেরিয়ে এসেছে ঘটনাস্থলে মেজর সিনহার যাওয়া ও খুন হওয়ার বর্ণনা। সে প্রতিবেদনে উঠে এসেছে সাব ইন্সপেক্টর লিয়াকত শাপলাপুর পুলিশ চেকপোস্ট এলাকায় পিস্তল দিয়ে মেজর সিনহার শরীরে ৩ থেকে ৪ রাউন্ড গুলি করেন। ঘটনাস্থলেই মারা যান মেজর সিনহা।