Home Second Lead সিনহা হত্যা মামলা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ৪ পুলিশ সদস্য

সিনহা হত্যা মামলা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ৪ পুলিশ সদস্য

সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ

কক্সবাজার: অবসরপ্রাপ্ত মেজর  সিনহা মো. রাশেদ হত্যা মামলায় অভিযুক্ত চার পুলিশ সদস্যকে  আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রায় ৬ ঘন্টা জবানবন্দি গ্রহণের পর বিকেল ৪ টা ৫০ মিনিটের দিকে পুলিশের প্রিজনভ্যানে তাদের আদালত থেকে কারাগারে নেওয়া হয়েছে।

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া ৪ পুলিশ সদস্য হলেন, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই লিটন মিয়া।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে চার পুলিশ সদস্যকে আদালত প্রাঙ্গনে নিয়ে আসে তদন্তকারী সংস্থা র‌্যাব। সকাল ১১ টার দিকে পৃথক চার পুলিশ সদস্যর জবানবন্দি রেকর্ড করেন আদালত। এরমধ্যে কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেনকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে এবং  কনস্টেবল আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই লিটন মিয়াকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে জবানবন্দি নেওয়া হয় ।  এর আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় কক্সবাজার সদর হাসপাতালে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলাম।

গত ২৪ আগস্ট তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক তামান্না ফারাহ।  গত ৬ সেপ্টেম্বর তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় র‌্যাব।  এ মামলায় অভিযুক্ত ১৩ জনের মধ্যে এর আগে  প্রধান আসামি ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ৮ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

-বিজনেসটুডে২৪ ডেস্ক