বিজনেসটুডে২৪ ডেস্ক: তিন মাসের জন্য সাসপেন্ড হলেন টেনিসে এক নম্বর তারকা জানিক সিনার। তিনি স্বীকার করে নিয়েছেন গত বছরের মার্চ মাসে তিনি অজান্তে নিষিদ্ধ পদার্থ সেবন করেছিলেন। যার পর তাঁকে সাসপেন্ড করা হয়, এ বার তিনি সেই সাসপেনশন স্বীকার করে নিলেন। যার ফলে, ৯ ফেব্রুয়ারি থেকে ৪ মে পর্যন্ত তিনি টেনিস খেলতে পারবেন না।
সাসপেশনের ফলে জানিক সিনারের খুব একটা সমস্যা হলো না। কারণ যেই সময় তাঁর সাসপেনশন শেষ হবে, তার পর শুরু হবে ফরাসি ওপেন। ২৫ মে থেকে ফরাসি ওপেন শুরু হবে। তার আগে তাঁর শাস্তি শেষ হবে এবং তিনি ফরাসি ওপেনে খেলতে পারবেন। একটি বিবৃতিতে বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডা বলেছে, ‘সিনার ইচ্ছা করে পদার্থ সেবন করেননি এবং সেটা সেবন করে কোনও বাড়তি সুবিধাও নিতে চাননি।’ সিনারের শরীর থেকে নিষিদ্ধ পদার্থ পাওয়া যাওয়ার পর তাঁর দু’বার পরীক্ষা করা হয়।
অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সিনার জানিয়েছেন, তাঁর শরীরে যে নিষিদ্ধ পদার্থ (ক্লোস্টবোল) পাওয়া গিয়েছে সেটা তাঁকে দিয়েছেন তাঁর ফিজ়িওথেরাপিস্ট। শরীরে কেটে যাওয়া অংশ সারানোর জন্য ফিজ়িওথেরাপিস্ট একটি স্প্রে দেন, সেটা তাঁর শরীরে প্রবেশ করে। সিনার অতীতে বলেছিলেন, ‘আমার উপর যেই অভিযোগ আনা হয়েছে, সেটা এক বছর আগে আনা হয় এবং এটার সিদ্ধান্ত আসতে এক বছরেরও বেশি সময় লাগবে।’