Home First Lead সিমেন্ট শিল্পের মুনাফায় বড় উল্লম্ফন

সিমেন্ট শিল্পের মুনাফায় বড় উল্লম্ফন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করোনা পরিস্থিতির মধ্যেও দেশের সিমেন্ট শিল্পের মুনাফায় ব্যাপক প্রবৃদ্ধি হয়েছে। বিক্রি বৃদ্ধি এবং ব্যাংকের সুদ বাবত ব্যয় কমে যাওয়া এর কারণ বলে জানালেন সংশ্লিষ্টরা।

জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশীয় সিমেন্ট কোম্পানিগুলোর মধ্যে নিট মুনাফায় সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে এমআই সিমেন্টের। তাদের এ সময়ে নিট মুনাফা বেড়েছে গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৮৩১ শতাংশ বেশি।

বৃহৎ শিল্প প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের নিট মুনাফা বেড়েছে ৭৬৬ শতাংশ। পণ্য বিক্রি বেড়েছে ১৪ শতাংশ।

কনফিডেন্স সিমেন্টের নিট মুনাফা এ সময়ে বেড়েছে ২৪৬ শতাংশ। পণ্য বিক্রি বেড়েছে ১৫ শতাংশ। মেঘনা সিমেন্টের পণ্য বিক্রি বেড়েছে ২৫ শতাংশ। আর নিট মুনাফা বেড়েছে ৬৬ শতাংশ। আরামিট সিমেন্ট প্রথমবারের মতো মুনাফায় এসেছে ৫ বছরের মধ্যে ।

বহুজাতিক কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ-এর পণ্য বিক্রিতে প্রবৃদ্ধি ২৩ শতাংশ। মুনাফা গত বছরের একই প্রান্তিকের তুলনায় দ্বিগুণ। তাদের সুদ বাবদ ব্যয় এবং উৎপাদন খরচ কমেছে।

দেশে উৎপাদিত মোট সিমেন্টের ৪৫ শতাংশ সরকার, ৩০ শতাংশ বেসরকারী খাতের রিয়েল এস্টেট কোম্পানীগুলো এবং বাকী ২৫ শতাংশ সাধারণ ক্রেতারা কেনে।