Home সারাদেশ সিরাজগঞ্জ বারে বিএনপি ১২ , জামায়াত ৫ পদে জয়ী

সিরাজগঞ্জ বারে বিএনপি ১২ , জামায়াত ৫ পদে জয়ী

১৭টি পদের মধ্যে সভাপতিসহ ১২টিতে বিএনপি এবং সাধারন সম্পাদকসহ ৫টি পদে জামায়াত সমর্থক আইনজীবীরা বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছেন।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থীরা একচেটিয়া দাপট দেখালেও সিরাজগঞ্জে তার বিপরীতই হলো। এখানে বিনা ভোটে জয়ী হয়েছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা।

সমিতির ১৭টি পদের মধ্যে সভাপতিসহ ১২টিতে বিএনপি এবং সাধারন সম্পাদকসহ ৫টি পদে জামায়াত সমর্থক আইনজীবীরা বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছেন।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৭টি পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিএনপি ও জামায়াতপন্থী একক প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

৩০শে জানুয়ারি  নির্বাচন হওয়ার কথা ছিল। তফসিল অনুযায়ী, ১৬ই জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৭টি পদের বিপরীতে ৩টি পদ ছাড়া বাকি ১৪টি পদে একটি করে মনোনয়নপত্র দাখিল হয়। ২২শে জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন পর্যন্ত সভাপতি পদে এডভোকেট কামরুজ্জামান কামাল (জাপা), সাধারণ সম্পাদক পদে এডভোকেট আব্দুল হামিদ (বিএনপি) ও এডভোকেট আমিনুল ইসলাম (আওয়ামী লীগ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট মুজাহিদ বিন রহমান মিঠুন (জাপা) মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ অবস্থায় ১৭টি পদে সবাই একক প্রার্থী হওয়ায় এডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার (বিএনপি) ও এডভোকেট রফিকুল ইসলাম সেলিম (জামায়াত) সমর্থিত প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

আওয়ামী লীগ সমর্থক কয়েকজন আইনজীবী জানান, নির্বাচনে অংশ নেয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম। বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে বহিরাগত লোকজন এসে আমাদের প্যানেলের সভাপতি প্রার্থী এডভোকেট গোলাম হায়দারকে লাঞ্ছিত করে এবং আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নির্বাচনে অংশ না নিতে প্রকাশ্যে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। পাশাপাশি হত্যা মামলায় গ্রেপ্তারের ভয়ও দেখানো হয়। ৫ই আগস্ট পটপরিবর্তের পর জেলা ও দায়রা জজ আদালতের অপসারিত পিপি এডভোকেট আব্দুর রহমান ও অপসারিত জিপি এডভোকেট রাখালের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা করায় তারা বর্তমানে জেলহাজতে রয়েছেন। এ কারণে ঝামেলা এড়াতে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এবারের নির্বাচনে অংশ নেননি।