Home রাজনীতি সিরাজুল আলম খান হাসপাতালে ভর্তি

সিরাজুল আলম খান হাসপাতালে ভর্তি

ঢাকা:

বিশিষ্ট রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খান (দাদা ভাই) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই আছেন।

তার ছোট ভাই ফেরদৌস আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত ৮০ বছর বয়সী সিরাজুল আলম খান উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)-এর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম সিরাজুল আলমের শারীরিক অবস্থা নিয়ে জানান, মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে বুধবার রাতে এ বর্ষীয়ান রাজনীতিককে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর রাত সাড়ে বারোটার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজুল আলম খানের হার্টে আগে অপারেশন হয়েছিল। এছাড়া কোমর ভেঙে যাওয়ায় হিপ ট্রান্সপ্লান্ট করতে হয়েছে। তবে কোনো দীর্ঘমেয়াদি রোগ ছিল না, মোটামুটি সুস্থই ছিলেন।

সিরাজুল আলমের শারীরিক অবস্থা নিয়ে ডাকসুর সাবেক জিএস ও জাসদ নেতা মুশতাক হোসেন বলেন, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে আসা চিরকুমার সিরাজুল আলম খান রাজধানীর কলাবাগানে ভাইদের সঙ্গে থাকেন। অসুস্থ বোধ করলে বুধবার রাতে দাদা ভাইকে হাসপাতালে নেওয়া হয়। আগেই তার হার্টের অপারেশন হয়েছিল। এ ছাড়া কোমর ভেঙে যাওয়ায় হিপ ট্রান্সপ্লান্ট করতে হয়েছে। এখন অসুস্থ হওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে।

ষাটের দশকে স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রলীগের যে ‘নিউক্লিয়াস’ আলোচিত ছিল তার উদ্যোক্তা ছিলেন সিরাজুল আলম খান। তাকে অনেকে ‘দাদা ভাই’ নামে ডাকত। স্বাধীনতার পর আওয়ামী লীগ ভেঙে জাসদ গঠনের উদ্যোক্তাও ছিলেন তিনি।

সিরাজুল আলম খান সচরাচর জনসম্মুখে আসেন না এবং কোনো বক্তৃতা-বিবৃতি দেন না। তবে আড়ালে থেকেই রাজনৈতিক তৎপরতা চালিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক অঙ্গনে রহস্যের সৃষ্টি করেন।

-বিজনেসটুডে২৪ ডেস্ক