Home অন্যান্য সিলেটে সব মার্কেটে একমাসের ভাড়া মওকুফ

সিলেটে সব মার্কেটে একমাসের ভাড়া মওকুফ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: এখানে সব মার্কেটে এপ্রিল ও মে দু’মাসের মধ্যে এক মাসের ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।

করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্সের স্বত্বাধিকারীদের সংগঠন সিলেট শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্স ওনার্স গ্রুপের কার্যকরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মার্কেট মালিক কর্তৃপক্ষ বিষয়টি বাস্তবায়ন করবেন। মঙ্গলবার এ তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক শহিদ আহমদ চৌধুরী সাজু।

 জানান, বর্তমান দুর্যোগের কথা চিন্তা করে ও মানবিক দিক বিবেচনায় সব মার্কেটের দোকান এপ্রিল-মে মাসের নির্ধারিত ভাড়ার ৫০ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।  সে হিসেবে গড়ে একমাসের দোকান ভাড়া মওকুফ করা হয়েছে।

 লকডাউন সংকটকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মার্কেট মালিক দোকান মালিকদের ক্ষতির দিক বিবেচনা করে ২০২০ সালের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার জন্য  সিটি  মেয়রের কাছে আহ্বান জানিয়েছে শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্স ওনার্স গ্রুপ।