বিজনেসটুডে২৪ প্রতিনিধি
সিলেট: সাবেক অর্থমন্ত্রী ড. আবুল মাল আবদুল মুহিতের মরদেহ আজ দুপুরে প্রথমে শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর বাদ জোহর আলীয়া মাদ্রাসা মাঠে জানাজার পর লাশ রায়নগর কবরস্থানে সমাহিত করা হবে।
সিলেটের এই সাবেক মন্ত্রীর মৃত্যুতে মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, তিনি ছিলেন আমাদের অভিভাবক। জীবনের শেষ বয়সে মন্ত্রী না হয়েও তিনি সিলেটের উন্নয়নের খবর রাখতেন। সিলেটের প্রতি তার বিশেষ টান ছিল।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, সাবেক এই মন্ত্রীর মৃত্যুতে সিলেটে ফের রাজনৈতিক শূণ্যতার সৃষ্টি হলো। আমরা অভিভাবকহীন হলাম।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ জানিয়েছেন, ভাসা সৈনিক, মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিত আমাদের অভিভাবক ছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সঙ্গী ও উন্নয়নের সারথী ছিলেন। তার মৃত্যুতে শুধু সিলেটে নয়, জাতীয়ভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হলাম।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম জানিয়েছেন, সিলেটের ক্রীড়াঙ্গনে একশ’ বছরে যে উন্নয়ন হয়নি, মুহিতের আমলে তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। সিলেটে তিনি দুটি স্টেডিয়াম নির্মাণ করে গেছেন। তার মৃত্যুতে সিলেটের ক্রীড়া পরিবার শোকাহত বলেও জানান তিনি।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আওয়ামী লীগ নেতা রজত কান্তি গুপ্ত জানিয়েছেন, তিনি স্বচ্ছ চিন্তার মানুষ ছিলেন বলেই আমরা দেশসেরা একটি শহীদ মিনার পেয়েছি। নাটকের মহড়া স্থানসহ সাংস্কৃতিক নানা বিষয়ে সিলেটে তার অবদান অপরিসীম।
কামরানপুত্র ডা. আরমান আহমদ শিপলু জানিয়েছেন, সাবেক মন্ত্রী মুহিত ও সাবেক মেয়র কামরান দু’জন সিলেটকে আলোকিত করতে একসঙ্গে কাজ করেছেন। এক বছর আগেই মারা গেলেন কামরান। আর আজ মুহিত। আমরা ধীরে ধীরে অভিভাবকহীন হয়ে গেছি বলে মন্তব্য করেন তিনি।