Home Second Lead সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর আহ্বান

সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর আহ্বান

চট্টগ্রাম: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম ব্যবসায়ী ও পর্যটকদের গমনের সুবিধার্থে এবং অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাংলাদেশ বিমান’র ফ্লাইট চালু করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি’র প্রতিআহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার ২০ অক্টোবর প্রতিমন্ত্রী বরাবরে পাঠানো এক পত্রে এই আহ্বান জানানো হয়।

পত্রে বলা হয়: ভূ-প্রাকৃতিক ও কৌশলগত অবস্থান এবং পর্যটন শিল্প বিকাশের প্রয়োজনীয় সকল উপাদানের প্রাচুর্যতাজনিত সুবিধার কারণে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সুদীর্ঘকাল যাবৎ এতদঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে আসছে। সিলেটের সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত। বর্তমানে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় বিমানের মত দ্রুত গতির যোগাযোগ একান্তই আবশ্যক। চট্টগ্রাম ও সিলেটের ব্যবসায়ীরা সড়ক ও রেলপথে দীর্ঘ ক্লান্তিকর ভ্রমণের মাধ্যমে যাতায়াত করে থাকে। এই অবস্থা থেকে উত্তরণে সিলেট-চট্টগ্রাম রুটে বিমান পরিচালনার জন্য চিটাগাং চেম্বার দীর্ঘদিন যাবৎ দাবী জানিয়ে আসছে।

বর্তমানে যেহেতু সিলেট-কক্সবাজার রুটে বিমান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, একই সাথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে যুক্ত করে অর্থাৎ পূণ্যভূমি সিলেট, বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রাম এবং পর্যটন নগরী কক্সবাজার এই তিনটি শহরের ব্যবসায়ীদের মধ্যে কর্মকান্ড বৃদ্ধি এবং পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে বিমান যোগাযোগ যুগান্তকারী পরিবর্তন আনবে বলে চেম্বার সভাপতি মনে করেন।

তাই এ অঞ্চলের ব্যবসায়ী ও পর্যটকদের গমনের সুবিধার্থে এবং অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাংলাদেশ বিমান’র ফ্লাইট চালু করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সর্বস্তরের মানুষের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

-সংবাদ বিজ্ঞপ্তি