Home Third Lead খাবারে ভেজাল: সিলেট চেম্বার সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে...

খাবারে ভেজাল: সিলেট চেম্বার সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: নগরের জিন্দাবাজারের তিনটি রেস্টুরেন্টে খাদ্যে ভেজাল পাওয়ার ঘটনায় মামলা করেছে করেছে র‌্যাব-৯। 

মামলায় সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব ও মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজেল আহমদ তালুকদারসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

সিলেট কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মামলায় অভিযুক্তদের সবার বিরুদ্ধে খাদ্যে ভেজাল, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পরিবেশনের অভিযোগ আনা হয়েছে। এখন আমরা তদন্ত করে দেখব। তদন্তে কারো সংশ্লিষ্টতা পাওয়া না গেলে তাকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হবে।

বুধবার রাতে র‌্যাবের ডিএডি সিরাজুল ইসলাম বাদী হয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ মামলা করেন। মামলায় তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। 

গ্রেফতাররা হলেন- ভোজনবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার মো. তোরাব আলী, সুপারভাইজার সুভ চন্দ্র পাল এবং সৈয়দ মহদ্দিস আলী। 

মামলার অন্য আসামিরা হলেন- মো. ঝুনু চৌধুরী, মো. লুৎফুর রহমান চৌধুরী, মো. লিলু মিয়া, মো. কবির আহমদ, শিপন দেব, অ্যাডভোকেট নিলেন্দু দেব, ইফতেখারুল আলম রুম্মান ও শাহ কয়েছ চৌধুরী।

এর আগে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে নগরীর জিন্দাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় পচা-বাসি খাবার পরিবেশন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ব্যবসা পরিচালনার লাইসেন্স না থাকায় ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে পাঁচভাই ও পানসি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা করে জরিমানা করা হয়।