সীকোস্ট গ্রুপের কার্যালয় আজ রবিবার উদ্বোধন করা হয়েছে।
নগরীর আগ্রাবাদে আস-সালাম টাওয়ারের ১১ তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। তিনি ফিতা কেটে সীকোস্ট কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ শিপহ্যান্ডলিং অপারেটর, বার্থ অপারেটর এন্ড টার্মিনাল অপারেটরন এসোসিয়েশনের চেয়ারম্যান এ কে এম শামসুজ্জামান রাসেল, গ্রুপের ম্যনেজিং ডিরেক্টর মো. আবু সাঈদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিপিং, শিপহ্যান্ডলিং এবং ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং ব্যবসা রয়েছে সীকোস্ট গ্রুপের।
-সংবাদ বিজ্ঞপ্তি