Home আন্তর্জাতিক সুইসব্যাঙ্কে ভারতীয়দের সম্পত্তি বেড়েছে তিনগুণ!

সুইসব্যাঙ্কে ভারতীয়দের সম্পত্তি বেড়েছে তিনগুণ!

বিজনেসটুডে২৪ ডেস্ক
করোনা শুরুর বছর ২০২০-তে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাঙ্কে ভারতীয়দের সম্পত্তি বেড়েছে তিনগুণ।
রিপোর্ট বলছে, ২০২০ সালে ভারতীয়দের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭০০ কোটি টাকা। যা গত ১৩ বছরের মধ্যে সর্বাধিক। ২০১৯ সালে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমা অর্থের পরিমাণ ছিল ৬,৬২৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরে তিনগুণ বেড়েছে সম্পদের পরিমাণ।
সুইৎজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাঙ্কের রিপোর্ট বলছে, ২০২০ সালে গ্রাহকের আমানত হ্রাস পেয়েছে, কিন্তু শেয়ার ও অন্যান্য জায়গায় বিনিয়োগের ফলে এই ব্যাংকগুলিতে ভারতীয়দের সম্পদ দ্রুত বৃদ্ধি পেয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্টে বলা হয়েছে, এই পরিসংখ্যানে এনআরআই বা এমন কোনও ভারতীয়ের অর্থের পরিমাণ উল্লেখ নেই, যারা অন্য কোনও দেশের প্রতিষ্ঠান বা সংস্থার মাধ্যমে অর্থ জমা করে। আবার এই টাকা যে কালো টাকাই হতে হবে, এমনটা ভাবারও কারণ নেই। সুইস সরকার কালো টাকা সম্পর্কে আলাদা পরিসংখ্যান দেয়।
উল্লেখ্য, ২০১৮ সালে সুইজারল্যান্ড ও ভারতের মধ্যে হওয়া একটি চুক্তি অনুসারে এই দু’টি দেশ একে অপরের সঙ্গে কর সংক্রান্ত তথ্য শেয়ার করে। এই চুক্তির ভিত্তিতে ২০১৮ সালে প্রথমবার সুইৎজারল্যান্ড ভারতীয় নাগরিকদের বিস্তারিত আর্থিক তথ্য ভারত সরকারের সঙ্গে শেয়ার করেছিল।