চট্টগ্রাম সিটি করপোরেশন-এর ভ্রাম্যমাণ আদালত শনিবার ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় না লেখায় স্টেডিয়াম মার্কেটের শাহ আমানত ট্রেডার্সকে ৫ হাজার, বিওকিউ-কে ৫ হাজার, সুইস এরাবিয়ানকে ২ হাজার, সিআরবি রোডস্থ সুগার বানকে ৫ হাজার ও কুপারস কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে পরিচালিত অভিযানে করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা প্রদান করেন।