সুনামগঞ্জ থেকে জাহাঙ্গীর আলম ভূঁইয়া: সুনামগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৭৪ কোটি ৫০লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষনা করেন মেয়র নাদের বখত।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ মিয়া পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, পৌরসচিব মো. ইসহাক ভূইয়া, পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, গোলাম সাবেরীন সাবু , আহমদ নুর, আহসান জামিল আনান, মোশারফ হোসেন, কাওছার আহমদ, গোলাম আহমদ, মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী, জাহানারা বেগম ও পৌরসভার হিসাব রক্ষক সন্তোষ চন্দ্র দাস প্রমুখ।
মেয়র নাদের বখত বলেন, এই বাজেট হবে সুনামগঞ্জ পৌর নাগরিকদের উন্নয়ন ও কল্যাণমুখী বাজেট। এই শহরের রাস্তাঘাট,অন্ধকার রাস্তায় পর্যায়ক্রমে টেকসই বাতি লাগিয়ে শহরকে রাতের বেলা আলোকিত করে জনগনের চলাচল নিশ্চিত করাসহ একটি নান্দনিক শহর গড়ে তোলা হবে।
২০২১-২২ অর্থবছরের সর্বমোট বাজেটে উন্নয়ন এবং রাজস্ব খাতে ৭৩ কোটি ২৪ লাখ ধরা হয়েছে এবং স্থিতি ২৬ লাখ ৩০ হাজার টাকা থাকবে বলে ঘোষনা দেন।