Home আকাশ পথ মহাকাশে সাড়ে ৬ ঘণ্টা হেঁটে বেড়াবেন সুনীতা, সঙ্গে থাকবেন নিক হগ

মহাকাশে সাড়ে ৬ ঘণ্টা হেঁটে বেড়াবেন সুনীতা, সঙ্গে থাকবেন নিক হগ

সুনীতা

বিজনেসটুডে২৪ ডেস্ক: নভোশ্চর নিক হগকে সঙ্গে নিয়ে ২০২৫ সালে মহাকাশে প্রথমবার স্পেসওয়াক করবেন সুনীতা উইলিয়ামস। সুনীতা এরআগে আরও ৭ দফা স্পেসওয়াক করেছেন।

নাসা জানিয়েছে, আগামী ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে হাঁটবেন দুই মহাকাশচারী। সাড়ে ছ’ঘণ্টা ধরে চলবে এই বিস্ময়কর স্ট্যান্ট। যদিও এই স্পেসওয়াক বিনোদন কিংবা প্রদর্শনের জন্য নয়। বরং সুনীতা এবং তাঁর সহকর্মী নিক স্পেস স্টেশনের কোয়েস্ট এয়ারলক সিস্টেম থেকে বেরিয়ে স্পেসওয়াক করতে করতেই গবেষণার কাজ করবেন।

মহাকাশে হাঁটার জন্য বিশেষ স্পেসস্যুট পরতে হবে সুনীতা ও নিক হগকে। নিক হগ স্পেসওয়াকের সময় পরবেন লাল স্ট্রাইপ সুট। এক রঙা সুট পরবেন সুনীতা। নিক এই নিয়ে চতুর্থবার স্পেসওয়াক করবেন। সুনীতা হাঁটবেন অষ্টমবার। স্পেসস্যুটের ভিতরে যে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা রয়েছে, তা ঠিকমতো কাজ করছে কি না, সেটা পরীক্ষা করে দেখে নেওয়া হয়েছে ইতিমধ্যেই।

সুনীতা জানিয়েছেন, তাঁরা একদম সুস্থ রয়েছেন। এ বার সরাসরি বিশ্বকে দেখাবেন দিব্যি মহাকাশে হেঁটে চলে বেরাচ্ছেন তাঁরা। সুনীতা উইলিয়ামসদের স্পেসওয়াকের লাইভ সম্প্রচার করবে নাসা। ইস্টার্ন টাইম জোন অনুযায়ী, ১৬ জানুয়ারি সকাল ৭টা থেকে সেই সম্প্রচার চালাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।