Home চট্টগ্রাম সুপারশপে বাজার করছে পথশিশুরা

সুপারশপে বাজার করছে পথশিশুরা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: নগরীর গোলপাহাড় মোড়ে পছন্দ অনুসারে বাজার করেছে সুবিধাবঞ্চিত ৬০ জন পথশিশু। আর এই বাজারের ব্যবস্থা করেছে পুলিশ। পছন্দ অনুসারে বাজার করতে পেরে পথশিশুরা খুশি।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে নগরীর গোলপাহাড় মোড় এলাকায় অবস্থিত স্বপ্ন সুপারশপে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সিএমপির পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সকাল সাড়ে দশটায় ইলমুল কোরান একাডেমী, প্রবর্তক সংঘ, বকুলতলা বস্তি ও টাইগারপাস বস্তি থেকে পুলিশের বাসে করে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে আসা হয় গোলপাহাড় মোড়ে। এ সময় সবার হাতে ছিল ‘মাদককে না বলুন’লেখা প্ল্যাকার্ড। প্রত্যেক শিশুকে পুলিশ সদস্যরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে নামিয়ে সুপারশপে নিয়ে যায়। সব শিশুই পছন্দ অনুসারে সুপারশপ থেকে বিভিন্ন ধরনের জিনিস নেয়।

এ সময় পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’এ শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে সেতুবন্ধন তৈরি করেছে। সমাজের এমন সুবিধাবঞ্চিত শিশুদের ইচ্ছা বাস্তবায়নের লক্ষ্যে ‘শপ উইথ কপ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিশুদের মাদক কিংবা কিশোর গ্যাং থেকে দুরে রাখতেই এমন উদ্যোগ বলে জানান পুলিশ কমিশনার।

উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক জানান, ‘পিতা- মাতার অনুপস্থিতিতে, দারিদ্রের ছোবলে কখনও কাঁচ ঘেরা সুপার শপের প্রবেশ করে কিছু কেনার স্বপ্নও দেখতে পারে না পথশিশুরা। এই কারণে ‘শপ উইথ কপ’ এই শ্লোগানকে সামনে রেখে পুলিশের নিজ বেতন থেকে ৬০ জন পথশিশুকে সুপার শপ স্বপ্ন থেকে পছন্দ অনুসারে বাজার করার ব্যবস্থা করা হয়েছে। প্রথমবারের মত সুপারশপে বাজার করার সুযোগ পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা।’

এ সময় শিশুরা জানায়, ‘জীবনে কখন মার্কেটে ঢোকার সৌভাগ্য হয়নি। দূর থেকে সুপার শপগুলো দেখতাম। আজকে পুলিশ আমাদের এখানে নিয়ে এসেছে। পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় জিনিস কিনতে পেরে আমরা খুব খুশি।

ইলমুল কোরান একাডেমীর এক শিশু জানায়, চকলেট, চিপস, কেক নিয়েছি। একটা খেলনার গাড়ি পছন্দ হয়েছে। পুলিশ ভাইয়েরা সেটি কিনে দেয়ায় খুব আনন্দ হচ্ছে আমার।

পুলিশের এ আয়োজনে সার্বিক সহায়তা করেছেন সুপার শপ ‘স্বপ্ন’, রেস্টুরেন্ট বারকোড এবং সেবাধর্মী প্রতিষ্ঠান যাত্রী ছাউনী।