Home Second Lead সুপ্রিম কোর্টের রায় বাংলায় হবে: প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের রায় বাংলায় হবে: প্রধান বিচারপতি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকাঃ অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন৷

এ সময় তার সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘গেল বছরের ডিসেম্বরে আমরা একটি সফটওয়্যারের ব্যবহার শুরু করেছি ৷ যার ফলে সুপ্রিম কোর্টের সব রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রূপান্তরিত হচ্ছে ৷ রূপান্তর কাজ শেষ হলে আমরা আরও গুছিয়ে নেব৷’

তিনি আরও বলেন, অচিরেই সুপ্রিম কোর্টের রায় বাংলায় দেওয়া হবে ৷ যার জন্য আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করেছি ৷ সেটি ইতোমধ্যেই তার কাজ শুরু করেছে৷

এর আগে প্রধান বিচারপতির সঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাঁরা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

করোনা পরিস্থিতিতে শহীদ মিনারের সব প্রবেশমুখে হাত ধোয়ার জন্য বেসিন ও লিকুইড সাবান রাখা হয়েছে। মাস্ক পরা ছাড়া কাউকে শহীদ মিনার চত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিটি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি হিসেবে ও ব্যক্তিপর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন।