Home কলকাতা মারা গেছেন সংগীতশিল্পী সুমিত্রা সেন

মারা গেছেন সংগীতশিল্পী সুমিত্রা সেন

বিজনেসটুডে২৪ ডেস্ক

চলে গেলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। ব্রঙ্কোনিউমোনিয়ায় ভুগছিলেন শিল্পী। গত ২১ ডিসেম্বর তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল।

সুমিত্রা সেনের বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন শিল্পী। মঙ্গলবার কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই দুঃসংবাদ ফেসবুকে জানিয়েছেন তাঁর কন্যা রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন। তিনি লিখেছেন, “আজ মা ভোরে চলে গেল”।

দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গতমাসে আচমকাই ঠান্ডা লেগে যায় বৃদ্ধা সুমিত্রা সেনের। চিকিৎসায় তাঁর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছিলেন, নিউমোনিয়া থেকেই জটিলতা তৈরি হয়। হাসপাতালে ভর্তি করার পরেও শারীরিক অবস্থা সঙ্কটজনকই ছিল শিল্পীর।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রার দুই কন্যাও বাংলা সঙ্গীত দুনিয়ায় ছাপ ফেলেছেন। তাঁর বড় মেয়ে শিল্পী ইন্দ্রাণী সেন। কনিষ্ঠ কন্যা শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন। শ্রাবণী সেন জানিয়েছিলেন, জ্বরের পাশাপাশি বুকে সর্দি বসে যায় তাঁর মায়ের। শুরু হয় শ্বাসকষ্টও। পরিস্থিতি খারাপ হওয়ায় মাকে ভর্তি করেন হাসপাতালে। কিন্তু সঙ্কট কাটেনি। জানা গিয়েছিল, রাইস টিউব দিয়ে খাওয়াতে হচ্ছিল তাঁকে। হাসপাতাল থেকে বাড়িতে এনে তাঁর চিকিৎসা হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছিল।

সঙ্গীত পরিবারের সদস্যা সুমিত্রা সেন। তাঁর গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান ‘সখী ভাবনা কাহারে বলে’, ‘মধুর মধুর ধ্বনি বাজে’ আজও শ্রোতার কাছে অত্যন্ত প্রিয়। ২০১১ সালে রবীন্দ্রসদনের দায়িত্ব পেয়েছিলেন তিনি ।