Home Third Lead নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন কলেজ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন কলেজ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেফতার

সুস্মিতা পান্ডে । ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে। আটক সুস্মিতা মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পান্ডের মেয়ে। তিনি ঢাকা নিউমার্কেট থানার একটি হত্যা মামলার মূল আসামি। ৫ আগস্টের পর থেকে ছিলেন আত্মগোপনে।

ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, মাগুরা জেলা সদরের স্বপন পান্ডের মেয়ে ১৩ জানুয়ারি সোমবার দুপুরে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে তাঁর আচরণ সন্দেহজনক মনে হয়। তারা ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন বলে দাবি করেন। কিন্তু যাচাই-বাছাইয়ে তাদের পালানোর পরিকল্পনা ধরা পড়ে।

জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে ঢাকা নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার মূল আসামি এবং  ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এরপর আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।