Home Third Lead সু চির রিমান্ড শেষ হবে বুধবার

সু চির রিমান্ড শেষ হবে বুধবার

বিজনেসটুডে২৪ ডেস্ক

মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দেশটির পুলিশ বেশ কয়েকটি অভিযোগে মামলা করেছে। এসব অভিযোগে রিমান্ডে থাকবেন সু চি। বুধবার পর্যন্ত রিমান্ডে রাখা হবে বলে জানা গেছে তাকে। রাজধানী নেপিদোতে সাংবাদিকদের এমনটি জানান সু চির আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।

ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সেলর সু চিকে সোমবার (১৫ফেব্রুয়ারি) প্রকাশ্যে দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছিল। কিন্তু সেটি সম্ভব হবে না বলে জানিয়েছেন অং সান সু চির আইনজীবী খিন মং জ।

সু চির সঙ্গে সাক্ষাতের চেষ্টা চলছে জানিয়ে তাঁর আইনজীবী বলেন, ‘আমরা আমাদের পাওয়ার অব অ্যাটর্নি লেটার জমা দিতে এবং বিচারকের সঙ্গে কথা বলতে এসেছিলাম। বিচারকের মতে, আজ সোমবার নয়, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে থাকবেন অং সান সু চি। প্রথমে হয়তো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রকাশ্যে আসতে পারেন সু চি।’

আইনি প্রক্রিয়ায় কতটা স্বচ্ছতা রয়েছে জানতে চাওয়া হলে আইনজীবী বলেন, ‘এটা স্বচ্ছ কি না, তা আপনারা ভালো করেই জানেন।’

মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চিসহ অন্য শীর্ষ নেতাদের আটক করে ১ ফেব্রুয়ারি দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। এর প্রতিবাদে টানা ১০ দিনের মতো সোমবারও বিক্ষোভ করছে সেনাশাসন বিরোধী জনতা।