Home First Lead সূচকের উত্থান, লেনদেন আরও কমেছে

সূচকের উত্থান, লেনদেন আরও কমেছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে বৃহস্পতিবার ( ২৮ জানুয়ারি )। তবে, লেনদেন কমে গেছে।  

বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯১ পয়েন্টে।

লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪ টির, দর কমেছে ১৩১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৪ টির।

ডিএসইতে ৯৪১ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৫ কোটি ১৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯০৫ কোটি ৯০ লাখ টাকার।

অপরদিকে,চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১১.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭০০.০৪ পয়েন্টে। সিএসইতে ২৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির দর বেড়েছে, কমেছে ৮৬টির আর ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।