Home আন্তর্জাতিক সেই খবরটা ভুয়া

সেই খবরটা ভুয়া

বিজনেসটুডে২৪ ডেস্ক

একসঙ্গে ১০টি সন্তানের মা হওয়ার খবরটাই ভুয়ো! দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের নিকটবর্তী গৌটাং প্রদেশের ৩৭ বছর বয়সি গোসিয়ামে থামারা  সিথোলে চলতি মাসের গোড়ায় একবারে  দশটি বাচ্চা জন্ম দেওয়ার দাবি করে গোটা বিশ্বে আলোড়ন ফেলে দেন। কিন্তু সরকারি তদন্তে বেরিয়েছে, এমন রেকর্ড গড়া কীর্তি আদৌ ঘটেইনি। সিথোলেকে ভুয়ো খবর ছড়ানোর হাসপাতালের সাইক্রিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি করে নজরে রাখা হয়েছে।

বিবিসির খবর, গৌটাং প্রদেশের কোনও হাসপাতালেই একবারে দশটি বাচ্চা হওয়ার খবরের রেকর্ড নেই বলে প্রাদেশিক সরকার জানিয়েছে। উল্টে মেডিকেল টেস্টে বেরিয়েছে, সিথোলে অতি সম্প্রতি গর্ভবতীই হননি। তাঁকে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত আইনে আটক করে নজরদারির আওতায় রাখা হয়েছে। তবে একই গর্ভে ১০টি সন্তান প্রসবের মিথ্যে গল্প ফাঁদার কী কারণ, তা বেরয়নি সরকারি তদন্তে।

সিথোলের বিশ্বরেকর্ড তৈরির দাবির খবর প্রথম বেরয় গত ৮ জুন ইন্ডিপেন্ডেন্ট অনলাইনে। তারপর দুনিয়ার একাধিক সংবাদমাধ্যম  সে খবর প্রকাশ করে। সিথোলের খবর সোস্যাল মিডিয়ায় বেরনোর পর তাঁর, তাঁর পার্টনার তেবোহো সোতেতশি  ও তাঁদের তথাকথিত সদ্যোজাতদের জন্য প্রচুর ডোনেশন আসা শুরু হয়। কিন্তু কয়েকটা দিন যেতে না যেতেই একসঙ্গে দশটি বাচ্চা হওয়ার খবরের সত্যতা নিয়ে সংশয় দানা বাঁধে। সরকারি কর্তৃপক্ষ যেমন এব্যাপারে কোনও তথ্যপ্রমাণ পায়নি, তেমনই ওই দশটি বাচ্চার না কোনও ছবি, না কোনও ভিডিও, কিছুই প্রকাশ্যে আসেনি। দিনকয়েক বাদেই সোতেতশি জানান, সিথোলে নিখোঁজ, তিনি ডোনেশন পাঠানো বন্ধ করে দিতে আবেদন করেন।

তবে স্থানীয় সমাজকর্মীরাই সিথোলের সন্ধান পান। তাঁকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয় বলে প্রাদেশিক প্রশাসন জানায়।

গত মে মাসে মালির এক মহিলা, যাঁর গর্ভে সাতটি সন্তান ছিল, ৯টি প্রসব করেন মরক্কোয়। হালিমা সিসে নামে মহিলার সিজারিয়ান সেকশন করিয়ে  ৫টি কন্যা, চারটি পুত্রসন্তানকে প্রসব করানো হয়।