বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।
আজ শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের হাত থেকে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম বন্দরের শিপহ্যান্ডলিং অপারেটর হাজী মোহাম্মদ ইব্রাহিম নেতাকর্মীদের নিয়ে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনের জন্য ওবায়দুল কাদেরের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় সেতুমন্ত্রীর নির্বাচনী এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজ শনিবার বিক্রি শুরু হওয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম আগামী ২১ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে জমা দিতে হবে। এবার অনলাইনেও মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার ব্যবস্থা রেখেছে আওয়ামী লীগ।