বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: চলমান বিএনপির সমাবেশ ঘিরে পরিবহন ও শ্রমিক ধর্মঘট বিষয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহন সেক্টরে বিএনপির নেতা আছে শিমুল বিশ্বাস তাকে জিজ্ঞেস করেন? তারা কেন বন্ধ রাখল।
তিনি বলেন, আমরা বিএনপিকে বাধা দেইনি। তারা আগেও অগ্নিসংযোগ করেছে যে কারণে পরিবহন মালিক সমিতি ভয় পায়। আমি এই কথা সংসদেও বলেছি। এই বন্ধের বিষয়ে আমাদের কোন হাত নেই।
রোববার (৬ নভেম্বর) সকালে বিআরটি প্রকল্পের হাউজ বিল্ডিং- টঙ্গী ফায়ার সার্ভিস অংশে ঢাকামুখী ২টি লেন উদ্বোধনের শেষে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলো বাসভাড়া বৃদ্ধির দাবিতে সরকারের বিরুদ্ধেও আন্দোলন করেছে।
গাজীপুরের টঙ্গী থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের দুই লেন যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ অনেকাংশে কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র আসাদুর রহমান কিরন, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক গাসিক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।