বিজনেসটুডে২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে উঁচু সেতুটি তৈরি হচ্ছে চীনে। এর উচ্চতা আইফেল টাওয়ারের প্রায় দ্বিগুণ। এর মূল কাঠামো নির্মাণ শেষ হয়েছে গতকাল শুক্রবার।
২,৮৯০ মিটার দীর্ঘ ও ১,৪২০ মিটার স্প্যানের পাহাড়ি এলাকায় বিশ্বের বৃহত্তম স্প্যান সেতু এটা। কুইচৌ প্রদেশে তৈরি করা হচ্ছে এই সেতু। হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুর সর্বশেষ ২১৫ টন ওজনের ইস্পাত গার্ডার স্থাপন করা হয়েছে। সেতুর বিভিন্ন অংশকে যুক্ত করেছে ইস্পাত গার্ডার।
কুইচৌ ট্রান্সপোর্ট ইনভেস্টমেন্ট গ্রুপ লিমিটেডের প্রকল্পটিবাস্তবায়ন করছে। সেতুটির উল্লম্ব উচ্চতা ডেক থেকে নদীর পৃষ্ঠ পর্যন্ত ৬২৫ মিটার। তা আইফেল টাওয়ারেরও প্রায় দ্বিগুণ।
বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম বেইপ্যানজিয়াং ব্রিজ। সম্প্রতি এটি উন্মুক্ত করা হয়। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইজো এবং ইউনান প্রদেশের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে সেতুটির অবস্থান। লুমিং কাঠামোর সেতুটি ফোর লেন বিশিষ্ট।
দেশটির বেইপান নদী থেকে সেতুটির উচ্চতা ১ হাজার ৮৫৪ ফুট। আর ভূমি থেকে এর উচ্চাতা ৫০০ মিটার বা ১ হাজার ৬৪০ ফুট। বেইপ্যানজিয়াংয়ের দৈর্ঘ্য ১ হাজার ৩৪১ মিটার (৪, ৪০০ ফুট)। সেতুটি নির্মাণ করতে সময় লেগেছে তিন বছর। আর খরচ হয়েছে এক বিলিয়ন ইয়ান (১৪৪ মিলিয়ন মার্কিন ডলার)।