Home Third Lead সেনবাগ ছাত্রলীগ নেতা শিবুকে কুপিয়ে জখম

সেনবাগ ছাত্রলীগ নেতা শিবুকে কুপিয়ে জখম

আমজাদ হোসেন শিবু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

নোয়াখালী:সেনবাগ উপজেলা ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন শিবুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বীজবাগ ইউপির জয়নগর উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ছাত্রলীগ নেতা শিবু বলেন, বুধবার সন্ধ্যার দিকে জয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলা দেখে বাড়ির উদ্দেশে রওনা হলে ৮-১০ জন জামায়াত শিবিরের নেতাকর্মী আমার পথরোধ করে হামলা চালায়। একপর্যায়ে ধারারো কিরিচ দিয়ে মাথায় কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে শৌরচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা আমাকে রাস্তার ওপর ফেলে চলে যায়।

সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।