Home আন্তর্জাতিক সেনাভর্তি রুশ বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

সেনাভর্তি রুশ বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে কিয়েভের কাছে রাশিয়ার সেনাসহ এক বিমান ভূপাতিত হওয়ায় সংখ্যক রাশিয়ান প্যারাট্রুপার নিহত হয়েছে।

এ নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোন মন্তব্য করেনি।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এছাড়া এখন পযন্ত

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে লিখেছে, স্থানীয় সময় সাড়ে ১২ টায় ইউক্রেনিয় সু-২৭ যুদ্ধবিমান রাশিয়ার আইএল-৭৬ এমডি সেনা বহনকারী বিমান ভূপাতিত করেছে। কিয়েভ অঞ্চলে এই বিমান দেশটির প্যারাট্রুপারদের কিয়েভে অঞ্চলে নামানোর চেষ্টা করে।

ওই বিমানের প্রস্তুতকারকের বিবরণী অনুযায়ী, ওই প্লেনে ১৬৭ জনের বেশি সেনা বহন করতে পারে। সেইসঙ্গে থাকতে পারে ছয় থেকে সাতজন ক্র।

ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ভ্যালেরি জালুঝনি ফেসবুকে লিখেছেন, ‘এটি লুহানস্কের ২০১৪ সাল এর প্রতিশোধ।’ এই কমান্ডার আট বছর আগে ইউক্রেনে এক বিমানের ভূপাতিত করার ঘটনা উল্লেখ করে। সে সময় ৪০ জন প্যারাট্রুপার ও নয়জন ক্রু সদস্য নিহত হন।