বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: সেন্টমার্টিন দ্বীপে গত বুধবার থেকে দুদিনের পরিছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ সাসটেইনেবল এলায়েন্স (বিএসএ)-এর যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে।
পরিছন্নতা কার্যক্রমের ১ম দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি এবং পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠনের মোট ২৬৬ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক জমির উদ্দিন এবং সেন্টমার্টিন দ্বীপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, ছাত্র প্রতিনিধি, পরিবেশ কর্মী, শিক্ষক এবং সেন্টমার্টিনে অবস্থানরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।
পরিছন্নতা কার্যক্রমের অভিযান শেষে স্বেছাসেবীরা প্রায় ৪১০ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ করেন।