Home চট্টগ্রাম সেবা প্রাপ্তি নিশ্চিতে পৌরকর প্রদানে এগিয়ে আসতে হবে

সেবা প্রাপ্তি নিশ্চিতে পৌরকর প্রদানে এগিয়ে আসতে হবে

চট্টগ্রাম:  সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেছেন, নাগরিকসেবা প্রাপ্তি নিশ্চিত করার স্বার্থে নগরবাসীকে পৌরকর প্রদানে স্বেচ্ছায় এগিয়ে আসতে হবে। কর প্রদানের মাধ্যমে একজন নাগরিকের রাষ্ট্রীয় কাজে অংশীদারিত্ব নিশ্চিত হয়। যে সমস্ত নাগরিক সরাসরি কর প্রদান করেন তারা রাষ্ট্রের সুনাগরিক বলে গণ্য হয়; বলেন তিনি।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেটের সম্মুখে রাজস্ব সার্কেল-৬ এর স্পট হোল্ডিং টেক্স ও ট্রেড লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

তিনি বলেন, সিটি কর্পোরেশন হলো স্থানীয় সরকারের সহযোগী প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশনের কাজের শ্রেণিবিভাগ রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন দেশের অন্য কর্পোরেশনের চেয়ে কিছু অতিরিক্ত দায়িত্ব পালন ও নাগরিকসেবা প্রদান করে। কিন্তু কর্পোরেশনের রাজস্ব আয়ের চেয়ে উন্নয়ন ব্যয় বেশি। মূল আয় আসে পৌরকর ও ট্রেড লাইসেন্স খাত থেকে। উন্নয়ন ব্যয় অনেক সময় বেশি হলে কর্পোরেশনকে অর্থ সংস্থানের জন্য সরকারের দ্বারস্থ হতে হয়। কিন্তু কেন্দ্রিয় সরকারের পক্ষে সবসময় বরাদ্দ দেয়া সম্ভব হয় না। সরকার স্থানীয় সরকারের সহযোগী প্রতিষ্ঠান কর্পোরশেনগুলোকে তাই অত্মনির্ভরশীল করার উদ্যোগ নিয়েছে।

সিনিয়র সহকারী সচিব ও রাজস্ব কর্মকর্তা শাহেদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কর কর্মকর্তা (কর) শাহ আলম, কর কর্মকর্তা (লাইসেন্স) বাবু প্রবীর কুমার চৌধুরী, উপ-কর কর্মকর্তা এম মনজুর উদ্দিন চৌধুরী, মো. কামরুল হাসান, উপ-কর কর্মকর্তা (লাইসেন্স) মো.আইয়ুব আলী, হাসান ওসমান গণি, মোবারক উল্লাহ, কর আদায়কারী আবুল মাসুদ ও মোহাম্মদ সোলায়মান, রমিজুল হাসান, শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি কর প্রদানকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

-সংবাদ বিজ্ঞপ্তি