Home আকাশ পথ যুক্তরাষ্ট্রের আলাস্কায় সেসনা বিমান নিখোঁজ

যুক্তরাষ্ট্রের আলাস্কায় সেসনা বিমান নিখোঁজ

সেসনা। এরকম একটি বিমান নিখোঁজ হয়েছে আলাস্কায়। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: এবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় ছোট একটি সেসনা উড়োজাহাজ নিখোঁজ হয়ে গেছে। পাইলট এবং ৯ আরোহী ছিলেন উড়োজাহাজটিতে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪ টার দিকে নিখোঁজ হয় সেসনা বিমানটি।  সে সময়ে নোম বিমানবন্দরের চারপাশে হালকা তুষারপাত এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। এক পর্যায়ে দৃশ্যমানতা মাত্র আধা মাইলে নেমে আসে; সেই সঙ্গে রাতে ঘণ্টায় ৩৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস ছিল।

ফ্লাইট ট্র্যাকার অ্যাপ ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের তথ্য অনুযায়ী, সেসনা ২০৮বি গ্র্যান্ড ক্যারাভান উড়োজাহাজটিকে সবশেষ বিকাল ৩টা ১৬ মিনিটে (স্থানীয় সময়) নর্টন সাউন্ডের ওপর দেখা গিয়েছিল। কোস্ট গার্ড জানিয়েছে, উড়োজাহাজটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ মাইল দূরে থাকার সময় নিখোঁজ হয়।

ফ্লাইট ট্র্যাকারে বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের এইচসি-১৩০ উড়োজাহাজকে যেখানে উড়তে দেখা গেছে, তার কাছেই নিখোঁজ উড়োহাজটির সবশেষ অবস্থান ছিল। দমকল বিভাগ বলেছে, তারা অনুসন্ধান ও উদ্ধারের জন্য বিশেষ সরঞ্জাম বহন করে, যা দৃশ্যমানতা ছাড়াই বস্তু ও লোকজনকে শনাক্ত করতে সক্ষম।