Home কলকাতা সৌরভের খাওয়া-দাওয়া স্বাভাবিক, দেখছেন টেলিভিশন

সৌরভের খাওয়া-দাওয়া স্বাভাবিক, দেখছেন টেলিভিশন

সৌরভ গঙ্গোপাধ্যায়

বিজনেসটুডে২৪ ডেস্ক

কলকাতা:বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এখনও হাসপাতালে। তিনি ওমিক্রনে আক্রান্ত হয়েছে তার  টেস্ট রিপোর্ট আজ বৃহস্পতিবার পাওয়া যেতে পারে। এরপর তার বাড়ি ফেরার বিষয়টি বিবেচনা করা হবে।

উডল্যান্ডস হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌরভের স্ত্রী ডোনা ও মেয়ের করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। সৌরভ চিকিৎসকদের সাথে কথা বলছেন, স্বাভাবিক খাওয়া-দাওয়াও করছেন। দেখছেন টেলিভিশন। তাকে মাল্টি ভিটামিন, ভিটামিন সি-জাতীয় ওষুধ দেওয়া হচ্ছে, ফুসফুস সুস্থ রাখতে নিয়মিত দেয়া হচ্ছে স্টিম।

গত কয়েকদিন আগে জ্বর আসে সৌরভের। পরীক্ষা করা হয় করোন।  রিপোর্ট পজিটিভ আসার পরই  হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার রাতে।

কয়েকদিন আগে, সৌরভের সামান্য জ্বর আসে। এরপরই, তাঁর করোনা পরীক্ষা করা হয়। সোমবার রাতে  রিপোর্ট পজিটিভ আসার পরই সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়। বিদায়ী বছরের শুরুতেই তিনি আক্রান্ত হয়েছিলেন হৃদরোগে।