Home সারাদেশ রামদায়ের কোপে বাম পা বিচ্ছিন্ন, ডান পা ঝুলছে

রামদায়ের কোপে বাম পা বিচ্ছিন্ন, ডান পা ঝুলছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বগুড়া: জমিজমা নিয়ে বিরোধের জেরে বুধবার সোনাতলা থানার জোড়গাছায় প্রতিপক্ষের রাম দা’র কোপে এক ব্যক্তির বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ডান পা বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হছে। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার জোড়গাছা ইউনিয়নের গ্রাম করমজা গ্রামের ছালেক উদ্দিন গাদলুর পরিবারের সাথে একই গ্রামের টুকু প্রামানিকের পরিবারের সদস্যদের জমি-জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এমনকি বিরোধপূর্ণ  জমিটি নিয়ে আদালতে পৃথক মামলা রয়েছে। সম্প্রতি সেই মামলাটি তুলে নেয়ার জন্য বাদি পক্ষের আব্দুর রশিদকে টুকু প্রামানিকের ছেলে রনজু মিয়া, মুনজু মিয়া ও আলমগীর হোসেন চাপ দেয়। এতেও মামলাটি না তুলে নেয়ায়  বুধবার আব্দুর রশিদ (৩৭) এর ওপর বেকারমোড় বাজারের অদূরে হামলা চালায়। এ সময় তারা রামদা দিয়ে রশিদকে এলোপাতাড়ী কোপাতে থাকে। এক পর্যায়ে তারা রামদা দিয়ে রশিদের দু পায়ে আঘাত করে। এতে রশিদের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও ডান পাটি শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে।

সোনাতলা থানায় মামলা হয়েছে। ঘটনায় একই গ্রামের আজিজার রহমান প্রামানিকের ছেলে বাবুল মিয়া (৩২)কে পুলিশ গ্রেপ্তার করেছে।