বিজনেসটুডে২৪ প্রতিনিধি
রাজশাহী: দেশের বাজারে দামের উর্ধগতির প্রেক্ষিতে পেঁয়াজ আমদানি হচ্ছে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে।
স্থল বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ৪ মার্চ থেকে সীমিত আকারে আমদানি হচ্ছে পেঁয়াজ। মঙ্গলবার পর্যন্ত ৬৫ ট্রাকে প্রায় ১ হাজার ৫ শ’ মেট্রিক টন এসেছে।
সরকার পেঁয়াজের ওপর শতকরা ৫% শুল্ক আরোপ করার পর জানুয়ারির প্রথম সপ্তাহে এই বন্দর দিয়ে প্রায় সাড়ে ৩’শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। কিন্তু সরকার আবারও শতকরা ৫% থেকে বাড়িয়ে ১০% শুল্ক আরোপ করার পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।